দক্ষিণ কোরিয়াকে ৪-২ গোলে ৩২ বছর পর জয় পেল আলজেরিয়া। এই জয়ে একটি করে গোল করেন ইসলাম স্লিমানি, রফিক হালিচে, আবদেলমোমে দিজাবু ও ইয়েসিন ব্রাহিমি। দক্ষিণ কোরিয়ার পক্ষে একটি করে গোল করেন সন হেং-মিন ও কু জা চেওল।
রবিবার বাংলাদেশ সময়রাত ১টায় পোর্তো অ্যালেগ্রেতে অনুষ্ঠিত ব্রাজিল বিশ্বকাপের একদশ দিনের দ্বিতীয় খেলায় দক্ষিণ কোরিয়াকে ৪-২ গোলে হারিয়ে চমকের জন্ম দেয় আলজেরিয়া। ১৯৮২ সালে চিলিকে হারানোর পর এবার বিশ্বকাপে এটাই আলজেরিয়ার প্রথম জয়। এই জয়ে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ২ নম্বরে উঠে এসেছে আলজেরিয়া। দ্বিতীয় রাউন্ডে যেতে রাশিয়ার বিপক্ষে শেষ ম্যাচে আর ১ পয়েন্ট তাদের প্রয়োজন। সমান ম্যাচে দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ১।
প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে যায় আফ্রিকার দেশটি। বিরতির পর ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মাথায় ১ গোল পরিশোধ করে দক্ষিণ কোরিয়া। কিন্তু ৬২ মিনিটে আরো ১টি গোল করে ব্যবধান বাড়িয়ে দেন আলজেরিয়ার ইয়াশিন ব্রাহিমি।
শেষ বাঁশি বাজার ১৮ মিনিট আগে জ্যা চিওল কুর দেয়া গোলটি কোরিয়ার জন্য ছিল শুধুই সান্ত্বনার।