যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে যে পদক্ষেপ গ্রহন করেছেন তাতে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ রুপান্তর হবে। তিনি শুক্রবার দুপুরে মাগুরা জেলার শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিশ্ব জনসংখা দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আরো বলেন, যুব সমাজকে প্রশিক্ষিত করে স্বচেতন নাগরিক হিসাবে গড়ে তুলে দেশে জনসংখ্যা নিয়ন্ত্রন কার্যক্রম সফল করার পদক্ষেপ বর্তমান সরকার গ্রহন করেছে।
অচিরেই দেশের প্রতিটি উপজেলায় সরকারের গৃহীত লার্নিং এ্যান্ড আর্নিং কর্মসুচি বাস্তবায়ন হতে চলেছে। শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শালিখা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দারুল আলম ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।সভাশেষে শ্রেষ্ট পরিবার পরিকল্পনা কর্মিদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।