মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য রাশিদুল মোল্লার শোকসন্তপ্ত পরিবারকে শান্তনা ও খোঁজ-খবর নিতে ছুটে যান মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। রোববার বিকেলে হোগলডাঙ্গা গ্রামে নিহতের বাড়িতে উপস্থিত হন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও ন্যায় বিচারের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ প্রিটন সরকার, ওসি (তদন্ত) মোশাররফ হোসেন, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন, সব্দালপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য টুটুলসহ আরো অনেকেই।