শালিখায় পিটিয়ে প্রধান শিক্ষকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
 শালিখা উপজেলার ছান্দাড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ও পূর্ব বিরোধের জেরে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার ছান্দাড়া বাজারে সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হামলায় আহত মিজানুর রহমান শালিখা উপজেলার ছান্দাড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ছান্দাড়া গ্রামের মৃত নওয়াব আলী মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছান্দাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিট গত ২৭ মার্চ গঠন করা হয়। স্কুলের কমিটি গঠন ও স্থানীয় আধিপত্য নিয়ে রবিউল নামের এক পল্লী চিকিৎসকের সঙ্গে স্কুলের প্রধান শিক্ষকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে আহত ওই শিক্ষকে স্থানীয় লোকজন উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই শিক্ষক চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার বাম হাত ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
হামলার বিষয়ে ভুক্তভোগী প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, স্থানীয় ছান্দাড়া বাজার থেকে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে আমার মোটরসাইকেলের গতিরোধ করে জাহাঙ্গীর ও ইনছার নামের দুই ব্যক্তি। পরে তারা আমাকে হকিস্টিক ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন।
এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, হামলার ঘটনাটি স্কুল কমিটি গঠন ও পূর্ব বিরোধ নিয়ে ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।
এ ব্যাপারে ওই শিক্ষক শালিখা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।পুলিশ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
April ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: