মাগুরানিউজ.কমঃ
মাগুরা পৌর বিএনপির সহ সভাপতি মাসুদ হাসান খান কিজিল জামিনে মুক্তি পেয়েছে। বুধবার জেলা ও দায়রা জজ আদালতে তার জামিনের আবেদন করলে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য গত সরকার পতনের আন্দোলনের সময় মাগুরা নির্বাচন অফিসে হামলা ও ভাংচুর এর ঘটনাসহ তিনটি মামলায় তাকে অন্যান্যদের সাথে আসামী করা হয়। উক্ত মামলায় গত ৬ আগস্ট মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেটের আদালতে হাজির হলে বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।
উক্ত মামলায় অপর ১১ জন জেল হাজতে রয়েছে। জেলগেটে দলীয় নেতাকর্মিরা তাকে অভ্যার্থনা জানায়।