মাগুরানিউজ.কম: মহম্মদপুর উপজেলার বাবুখালি ইউনিয়নে রবিবার জামিরুল শেখ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মহম্মদপুর উপজেলার বাবুখালি পুলিশ ফাঁড়ির এস আই মিজানুর রহমান এবং স্থানিয়রা জানান বাবুখালি ইউনিয়নের মাধবপুর গ্রামে দুপুর ১২ টার দিকে জামিরুল শেখ ও তার বাবা নুয়ার শেখ বাড়ির পাশের মাঠে গরুর জন্য ঘাস কাটছিলেন এ সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্চিল হঠাৎ বজ্রপাতে জামিরুল শেখ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।তার বাবা নুয়ার শেখ আহত হন।