বিশেষ প্রতিবেদক-
মাগুরায় উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার নির্বাচনে ভোট গ্রহন আজ সকাল ৮ টা থেকে শুরু হয়ে শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়। মাগুরায় ২ টি উপজেলায় ১৭৭ টি ভোট কেন্দ্রে বিভিন্ন প্রার্থী ও ভোটারগন ভোট প্রদান করেন।
মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে ১২০ টি কেন্দ্রে বিভিন্ন প্রার্থী ও ভোটারগন ভোট প্রদান করেন। মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৩ জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী, ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন। মাগুরা সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ১৮ হাজার ৮১৪ জন। এর মধ্যে পুরুষ
ভোটার ১ লক্ষ ৬১ হাজার ১৩ জন ও মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ৮০০ জন।
অপরদিকে শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাচনে ৫৭ টি কেন্দ্রে বিভিন্ন প্রার্থী ও ভোটারগন ভোট প্রদান করছে। শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী, ৪ জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী, ৩ জন মহিলা ভাইচ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। শ্রীপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৪৬ হাজার ৪৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৩ হাজার ২৭৪ জন ও মহিলা ভোটার সংখ্যা ৭৩ হাজার ২০৪ জন। শান্তিপূর্ণ ভোট গ্রহনের জন্য জেলা প্রশাসন ও পুলিশ সুপার নির্বাচনের জন্য প্রশাসনের মোবাইল
টিম এর পাশাপাশি আনসার বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়েছে। নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটাররা নিরবিগ্নে ভোট দিতে পেরেছেন।