মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীপুর উপজেলায় শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার রাতে মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসার মো. জাকারিয়া এই ফলাফল ঘোষণা করেন। বেসরকারি ফলাফলে মোটর সাইকেল প্রতীক নিয়ে শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন ৪৪ হাজার ৯৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী মোতাসিম বিল্লাহ সংগ্রাম ঘোড়া প্রতীক নিয়ে ২৯ হাজার ২৮১ ভোট পেয়েছেন। বর্তমান চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন দোয়াত কলম প্রতীকে নিয়ে ১৩৯৬৮ ভোট, খন্দকার আসরার এলাহী, আনারস প্রতীকে ৩২৫ ভোট পেয়েছেন।
চতুর্থবারের মতো বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান ফুটবল প্রতীক নিয়ে ৫১ হাজার ৪৩৩ ভোট পেয়ে নার্গিস সুলতানা নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষ্ণা রানী দাস হাঁস মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৪৯১ ভোট। স্বর্ণালী জোয়ারদার কলস প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ২০৩ ভোট।
ভাইস চেয়ারম্যান টিউবওয়েল প্রতীক নিয়ে ২৬ হাজার ৬৫৬ ভোট পেয়ে বাবুল রেজা নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলিনূর টিয়া ২২ হাজার ৪২০ ভোট, কাজী জালাল উদ্দিন তালা প্রতীক নিয়ে পেয়েছেন১৬ হাজার ১৬৭ ভোট, প্রান্ত কুমার চাকী উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন১৫ হাজার ৫২৯ ভোট এবং মাই ডিয়ার খাইরুল আলম হিসেবে পরিচিত চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ভোট ৬ হাজার ২৫৬ ভোট।
শ্রীপুর উপজেলায় ৫৭টি কেন্দ্রে মোট ১ হাজার ২৪৪টি বুথে এ ভোট গ্রহণ হয়। শ্রীপুর উপজেলায় ১ লাখ ৪৯ হাজার ৬৫২ জন ভোটার।