আপনার হাতেই বাংলাদেশ || দায়িত্ব পালন করছেন তো?

রাজীব মিত্র জয় –

প্রিয় তারুণ্য, দায়িত্ব পালন করছেন তো? যুদ্ধকালীন এ সময়ে আপনার হাতেই দেশের ভাগ্য। মাননীয় প্রধানমন্ত্রী জনগনকে জরুরুী নির্দেশনা দিয়েছেন, এ যুদ্ধে আপনার দায়িত্ব ঘরে থাকা। আর নিজের সুরক্ষায় জীবানুমুক্ত হাত, এটাতো জেনেই গেছি।

বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনা জাতীর উদ্দেশ্যে বলেছেন, ”১৯৭১ সালে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শত্রুর মোকাবেলা করে বিজয়ী হয়েছি। করোনাভাইরাস মোকাবেলাও একটা যুদ্ধ। এ যুদ্ধে আপনার দায়িত্ব ঘরে থাকা। আমরা সকলের প্রচেষ্টায় এ যুদ্ধে জয়ী হবো, ইনশাআল্লাহ।”

প্রিয় নাগরিক, বাংলাদেশের করোনামুক্তি নিশ্চিত করতে আপনাকে দেয়া দায়িত্ব যথাযথ পালন করুন। বিষয়টি সর্বাধিক কার্যকরী করতে এসময়ে ‘সুক্ষা বৃত্ত’ বা সেফ সার্কেল পদ্ধতি অনুসরণ করতে আমি সবাইকে অনুরোধ করছি। আপনার অবস্থানের স্থানকে ঘিরে একটা দৃশ্যমান অথবা অদৃশ্যমান বৃত্ত দিয়ে ঘিরে ফেলুন। জীবানুর সঙ্গে যুদ্ধ, বিষয়টির ভয়াবহতা ও অনিশ্চয়তা বিবেচনায় এটাকে চোখবুজে ‘রেড সার্কেল’ বলা যেতে পারে। যা অধিকতর সুরক্ষা নিশ্চিত করবে।

জরুরী প্রয়োজনে বাইরে যেতে হলে যেখানেই যখন যাবেন অবশ্যই ‘রেড সার্কেল’ পদ্ধতি অনুসরন করুন। নিরাপদ সামাজিক দুরত্ব নিশ্চিত করতে ‘রেড সার্কেল’ অনুসরনে অপরকে উৎসাহিত করুন। দোকান বা বাজারে কেনাকাটার সুবিধার্থে প্রতিটি ক্ষেত্রেই দৃশ্যমান সুরক্ষা সার্কেল চিহ্নিত করা এখন সময়ের দাবি। ‘টিম বি’ সে লক্ষে কাজ শুরু করেছে। আপনারা সেটা নিশ্চিত করুন। হোক তা যে কোন রঙে, চক কিংবা কিংবা কয়লার আচড়ে। নিরাপদ দুত্ব নিশ্চিত করবে বাংলাদেশকে এ যুদ্ধে জয়ে।”

রাজীব মিত্র জয়, প্রধান নির্বাহী ‘টিম বি’, বাংলাদেশ।

( জরুরী প্রয়োজনে- ০১৮৬৬৬২৭১৬৭ )

-ছবি অনলাইন ফাইল।

April ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: