মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –
করোনাভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টায় বাংলাদেশ। করোনা প্রতিরোধে ও সুরক্ষিত থাকতে ‘সুরক্ষা বৃত্ত’ বা সেফ সার্কেল পদ্ধতি অনুসরণ করতে এক জরুরী করনীয় বার্তা দিয়েছেন ‘টিম বি’ এর প্রধান নির্বাহী রাজীব মিত্র জয়।
আশার কথা হলো শুরুতেই ব্যাপারটি আশাবাদি করেছে। বর্তমান সংকট উত্তোরণে এর কোন বিকল্প নেই, হতে পারে না এমনটাই দাবি বিশেষজ্ঞদের।
জয় দেশের প্রতিটি নাগরিককে সুরক্ষার জন্য জরুরী হিসেবে নিজ অবস্থানকে দৃশ্যমান অথবা অদৃশ্যমান সুরক্ষা বৃত্ত দিয়ে ঘিরে ফেলতে বলেছেন। যা তাদের সুরক্ষা নিশ্চিত করবে। জীবানুর সঙ্গে যুদ্ধে বিষয়টির ভয়াবহতা ও অনিশ্চয়তা বিবেচনায় এটা এখন খুবই কার্যকরী বলে তিনি বিশেষজ্ঞদের মতামতের কথা জানিয়েছেন।
তিনি বলেন, জরুরী প্রয়োজনে বাইরে যেতে হলে যেখানেই যখন থাকবেন, অবশ্যই ‘সুরক্ষা বৃত্ত’ পদ্ধতি অনুসরন করুন। নিরাপদ দুরত্ব বজায় রাখতে ‘সুরক্ষা বৃত্ত’ অনুসরনে অপরকে উৎসাহীত করুন। দোকান বা বাজারে সামাজিক দুরত্ব বিবেচনায় প্রতিটি ক্ষেত্রেই দৃশ্যমান ‘সুরক্ষা বৃত্ত’ চিহ্নিত করা এখন সময়ের দাবি।
‘টিম বি’ প্রধান জয় আশাবাদ ব্যক্ত করেছেন, ‘সুক্ষা বৃত্ত’ বা ‘রেড সার্কেল’ এসময়ে নাগরিক সুরক্ষা নিশ্চিত করবে। দেশে এখন এটি বাধ্যতামূলক করা হলে তা দেশের সুরক্ষা নিশ্চিত করবে। আর ‘টিম বি’ এর সদস্যরা দেশজুড়ে সবসময় সবখানে জনগনের পাশে আছে।
প্রয়োজনে ‘টিম বি’- ০১৮৬৬৬২৭১৬৭