“নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে”- শ্রীপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

নির্বাচনের প্রস্তুতি নিয়ে নৌকাকে আবারো বিপুল ভোটে জয়ী করুন। মনে রাখবেন ৭১ এর পরাজিত শক্তি নির্বাচনকে বানচাল করতে চায়। তারা বাংলাদেশের উন্নয়ন ও দেশের মানুষকে ভালবাসে না। ফলে তারা দেশের উন্নয়ন চায় না।

জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এখন উচ্চ মর্যাদাশীল দেশ। বাংলাদেশের গ্রামগুলো এখন শহরে পরিণত হয়েছে।

No description available.

শুক্রবার বিকালে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে উন্নয়ন জনসভায় এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি আরো বলেন, আমরা এখন প্রত্যেক সূচকে এগিয়ে যাচ্ছি। দেশের উন্নয়নে নৌকার কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করুন।

পরপর তিন মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ সংসদ নিবাচন। এ নির্বাচনে সকাল সকাল ভোট দিয়ে নৌকাকে আবারো বিজয়ী করে সরকার গঠন করতে সহযোগিতা অব্যাহত রাখুন।

No description available.

ভবিষ্যত প্রজন্মকে ভাল রাখতে আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় আনতে হবে। প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা কে ধারন করে নৌকাকে ভোট দিতে হবে।

মাগুরার দুটি আসন আওয়ামী লীগের ঘাটি উল্লেখ করে তিনি বলেন, মাগুরার সেই উপ নির্বাচনের কথা দেশবাসী ভুলে যায় নি। আওয়ামী লীগ এরপর একক ভাবে এ আসনে বিজয়ী হয়ে আসছে। এবারও আমরা বিপুল ভোটে জয়ী হবো।

উন্নয়ন জনসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর।

No description available.

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত এর সঞ্চালনায় উন্নয়ন জনসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলু, সহ সভাপতি মুন্সি রেজাউল ইসলাম ও সৈয়দ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমির উসমান রানা, পঙ্কজ সাহা, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ রেজাউল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল গনি শাহীন, জেলা কৃষক লীগের সভাপতি মঈনুল হক পলাশ প্রমুখ।

উন্নয়ন জনসভায় শ্রীপুর আওয়ামী লীগেে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

December ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

December ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: