মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে নবগ্রাম যুব সমাজের আয়োজনে আবু বক্কার সিদ্দিক (বকুুল) স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মরহুম আবু বক্কার সিদ্দিক (মুকুল) এর ছেলে আমেরিকান প্রবাসী এ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আহসান হাবিব (রক্সি) ভার্চুয়ালে যোগ হয়ে খেলার উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলী, ক্রীড়া সংগঠক ইসমাইল হোসেন, ফারুক বিশ্বাস, গোলাম মোর্শে টুকু, মশিউর রহমান, আয়ুব হোসেন, আবু সায়েম বিশ্বাস প্রমুখ।
খেলায় খামারপাড়া ফুটবল একাদশ বনাম মহেশপুর একুশে ক্লাব ফুটবল একাদশ অংশ গ্রহন করে। খামারপাড়া ফুটবল একাদশ ১-০ গোলে মহেশপুর একুশে ক্লাব ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এর আগে সেমিফাইনালে খামারপাড়া ফুটবল একাদশ লাঙ্গলবাঁধ ফুটবল একাদশকে এবং মহেশপুর একুশে ক্লাব ফুটবল একাদশ ঢাকার মিরপুর ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে ওঠে।
এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ সহ ফুটবল অনুরাগী অনেক দর্শক উপস্হিত থেকে তুমুল প্রতিদ্বন্ধীতাপূর্ন ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।