মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী দাখিল মাদ্রাসা,হেফাজখানা ও এতিমখানার উদ্যোগে ২য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উপজেলার চরগোয়ালপাড়া গোরস্থান ও ঈদগাহ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও মাদ্রাসা কমিটির আয়োজনে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী বালিয়াকান্দির রসুলপুরের পীর সাহেব আব্দুল মতিন নেছারী।
শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মো. আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও এইচ, এম আশরাফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োকার্ড লিমিটেডের জেনারেল ম্যানেজার ও অত্র মাদ্রাসার প্রধান দাতা সদস্য এম এ হাসান শহীদ (নিশান)।
মাহফিলে মাগুরা, রাজবাড়ী, ঝিনাইদহ, ফরিদপুর ও কুষ্টিয়া জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।