মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু, কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের C4D খাতের আওতায় ৫ থেকে১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় চত্ত্বরে কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা।