মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের মাগুরার শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী স্বাক্ষরিত শ্রীপুর উপজেলা যুব মহিলা লীগের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা কর হয়।
কমিটিতে নাজমুন নাহার পারভীনকে আহ্বায়ক করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক নাছরিন পারভীন রিয়া, নাজমা খাতুন, মোছা. রোকেয়া পারভীন, আন্না বেগম, সদস্য নিপা রানী, শামীমা আক্তার পপি, সবিতা বেগম, শামীমা বেগম, নাজমা খাতুন, শাহানা পারভীন, রাশিদা বেগম, জান্নাত আরা আরফিন, সুচিত্রা সরকার, নাইস সুলতানা, ফেরদৌসি বেগম, শাবানা বেগম, স্বপ্না বিশ্বাস, লিমা খাতুন, রুপালী কাজী ও রুনা আক্তার।
শ্রীপুর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক নাজমুন নাহার পারভীন বলেন, আমাকে উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক করায় কেন্দ্রীয় কমিটি, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ভাই ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য কামরুল লায়লা জলি আপাকে ধন্যবাদ জানাই। দলের সুসংগঠিত করে দলের সার্থে কাজ করবো।