শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও বিদেশী মদসহ আটক ২। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর থানা পুলিশের পৃথক অভিযানে ৫’শ গ্রাম গাঁজা ও ৪ বোতল বিদেশী মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে । আটককৃত মেছের গাজী (৪০) ফরিদপুর জেলার কতোয়ালী থানার খাসকান্দি গ্রামের রাজ্জাক গাজীর পুত্র ও অপরজন আজিজুল শেখ (২৮) একই জেলার কতোয়ালী থানার ইউসুফ মাতুব্বর ডাঙ্গী গ্রামের কালাম শেখের পুত্র।

পুলিশ জানান, শ্রীপুর থানার এস আই মিশুক আহম্মেদ রোববার রাত অনুমান সাড়ে ৯টার দিকে গোপন সংবাদে জানতে পারেন যে, মাগুরা কাটাখালী বাজার থেকে এক মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে ফরিদপুর শহরে পাচারের উদ্দেশ্যে জনত এক্সপ্রেস নামক বাসে রওয়ানা দিয়েছে । এ সংবাদের ভিত্তিতে এস আই মিশুক আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে রাত অনুমান ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদা নামক স্থানে উক্ত গাড়িটি তল্লাশী করে ৫’শ গ্রাম গাঁজাসহ মেছের গাজী (৪০)কে আটক করেন।

পরবর্তিতে থানার এস আই নয়ন কুমার বিশ্বাস ওই রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওয়াপদা নামক স্থানে শারদীয়া পরিবহনে অভিযান পরিচালনা করে টিভির মনিটর বক্সে রাখা ৪ বোতল বিদেশী মদসহ আজিজুল শেখ (২৮) কে আটক করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম বলেন, মাগুরার পুলিশ সুপারের নির্দেশনায় গোটা জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে শ্রীপুরেও এ অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত দুইজনের বিরুদ্ধেই শ্রীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

March ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

March ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: