মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার ৫ নং দ্বারিয়াপুর ইউনিয়ন যুবলীগের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চৌগাছী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে দ্বারিয়াপুর ইউনিয়ন যুবলীগ।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দ্বারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজেদুল ইসলাম শিমুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান ফজলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জাকির হোসেন কানন, জেলা যুবলীগের যুগ্ম – আহবায়ক আলী আহমেদ আহাদ, সাকিব হাসান তুহিন, শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা করোনা হটলাইন টিমের আহবায়ক কাজী জালাল উদ্দীন, যুবলীগ নেতা ও উপজেলা করোনা হটলাইন টিমের সদস্য সচিব বাবুল রেজা প্রমুখ।
যুবলীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য আরজান বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলীনুর মোল্লা, যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য লাভলু বিশ্বাস, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুম কামালসহ অন্যরা।
ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতা-কর্মীগণ অংশ গ্রহণ করেন।