মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
আজ মঙ্গলবার বাংলা ৪ ঠা মাঘ মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর দরবার শরীফের ৮৯ তম বার্ষিক ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। দরবার শরীফের কর্মসূচীর মধ্যে রয়েছে বাদ আছর কোরআন তেলওয়াত, হামদ, নাত, বাদ মাগরীব জিকির, তালিম-তালকীন ও সারা রাত ব্যাপী ওয়াজ নছিয়ত এবং পরদিন বাদ ফজর জিকির আজগার ও আখেরী মোনাজাতের মাধ্যমে মাহাফিলের সমাপ্তি।
উক্ত মাহাফিলে ভারতের পশ্চিমবঙ্গের ফুরফুরা শরীফের পীর সাহেবগণ ছাড়াও দেশ বিদেশের আলেম-ওলামা ও দ্বারিয়াপুর দরবার শরীফের হুজুরগণ বক্তব্য রাখবেন। মাহাফিল পরিচালনা করবেন দ্বারিয়াপুর দরবার শরীফের হুজুর কিবলার কায়েম মাকাম ইসলামী চিন্তাবিদ, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক অধ্যাপক শাহ সূফী আবুল হাসান মোহাম্মাদ আব্দুল কাইয়ুম এর পুত্র, দরবার শরীফের বর্তমান গদ্দীনশীন পীর আলহাজ্ব শাহ আরিফ বিল্লাহ মিঠু। সরকারি নির্দেশ অনুযায়ী মাহফিলে উপস্থিত সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত হওয়ার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।