মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১৬ বছর পর আজ থেকে আনুষ্ঠানিক ভাবে অপারেশন কার্যক্রম শুরু করা হয়েছে। উৎসব মুখর পরিবেশে
সিজারের মাধ্যমে এ কাজ শুরু করা হয়। সিভিল সার্জন ডা.শহীদুল্লাহ দেওয়ান ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা এর উপস্থিতিতে আরএমও ডা. মোঃ আব্বাস আলী ও গাইনি কনসালটেন্ট তৃপ্তি রাণী সফল ভাবে সিজার কাজ শেষ করেন। এ সময় শরুশুনা গ্রামের প্রসুতি একটি পুত্র সন্তানের জন্মদেন। এ সময় ডাক্তার, নার্স ও ষ্টাফের লোকজন উপস্থিত ছিলেন।
আরএমও ডা. আব্বাস আলী বলেন গাইনি কনসালটেন্টের সাথে তিনি নিজে থেকে এ সিজার সফল ভাবে সম্পন্ন করেছেন। আমাদের অপারেশন থিয়েটার সম্পূর্ণ প্রস্তুত এখন থেকে সকল ধরনের অপারেশন করা হবে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা বলেন এখন থেকে নরমাল বা সিজার কোন ডেলিভারির জন্য এলাকাবাসীকে দুরে যেতে হবে না। শালিখা হাসপাতালেই সম্পন্ন করা হবে।
জেলা প্রশাসক ড.আশরাফুল আলম দীর্ঘ ১৬ বছর পর শালিখা উপজেলা হাসপাতালে অপারেশন থিয়েটার চালু ও সফল অপারেশন সম্পন্ন করায় জেলা স্বাস্থ্য বিভাগকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।