মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
স্বাধীনতার ৫০ বছর মুক্তির উৎসব ও সূবর্ণ জয়ন্তী উপলক্ষে শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে শালিখার মুক্তিযোদ্ধারা ৫০ টি জাতীয় পতাকা নিয়ে সূবর্ণ জয়ন্তী র্যালী বের করে সমগ্র উপজেলা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা নির্বাহি কর্মকর্তা তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান
আ্যাডঃ কামাল হোসেন । সভায় স্বাগত বক্তব্য রাখেন শালিখা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বকর । সঞ্চলনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুক আহমদ।
বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার শাবানা, মাগুরা মুক্তিযোদ্ধা জেলা ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার এস এম আব্দুর রহমান,শ্রীপুর উপজেলার সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, মহম্মদপুরের সন্তান কমান্ডের পক্ষে বাকি বিল্লাহ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মাগুরা জেলার সদস্য সচিব সৈয়দ বারিক আনজাম প্রমূখ।
Like this:
Like Loading...