আজ সোমবার, অক্টোবর ১৩, ২০২৫ ইং
loading....
শিরোনাম:
- শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
- শ্রীপুরে আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও মহড়া
- শ্রীপুরে প্রায় দুই লক্ষাধিক টাকার চায়না দোয়ারী ও কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
- চাকরির আশায় ঢাকায় গিয়ে নানা-নাতি ফিরলেন লাশ হয়ে
- মহম্মদপুরে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
- শ্রীপুরে পুকুরের পানিতে পরে ২ বছরের শিশুর মৃত্যু
- শালিখায় এসডিএফ এর আয়োজনে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত
- শালিখায় বিনামূল্যে গবাদী প্রাণির লাম্পি স্কিন রোগের টিকা প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
” সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ ” প্রতিপাদ্যে মাগুরার শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা, ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
শালিখা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে মহাড়ায়, শালিখা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (আড়পাড়া স্টেশন) এবং আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শালিখা স্টেশনের উদ্যোগে দুর্যোগকালীন সময়ে ভূমিকম্প ও অগ্নি নির্বাপন থেকে নিজেকে ও সম্পদ রক্ষার কৌশল বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
মহড়া কার্যক্রম প্রত্যক্ষ করেন, শালিখা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনীষা রানী কর্মকার, শালিখা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন ।
মহড়া শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লাল্টু মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার নাসিমা খাতুন, আাড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক আলী আহসান, শালিখা প্রেসক্লাব সেক্রেটারি শহিদুজ্জামান চাঁদ, সাংবাদিক সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
শালিখা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন বলেন, ভূমিকম্প অগ্নিকাণ্ড সহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ভীত বা আতঙ্কিত না হয়ে বুদ্ধিমত্তার সাথে তা মোকাবেলা করতে হবে।
মহড়া পরিচালনা করেন শালিখা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (আড়পাড়া) স্টেশনের লিডার মোঃ বাহারুল ইসলাম।