মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক লীগের এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভপতি কবির হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিত।
সম্মেলনের উদ্বোধন করেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ সালাউদ্দিন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলী নুর মোল্লার সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন সবুজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নেকবর আলী বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অনুপ দত্ত, জেলা পরিষদের সদস্য আরজান বাদশা, গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাছের আলী জোয়ার্দার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মন্নু প্রমুখ।
এ সময় জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে মঞ্জু মন্ডলকে সভাপতি ও জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩ বছরের জন্য ২২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। এবং দ্রুত সময়ের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দদে প্রদান করা হয়।
Like this:
Like Loading...