বিশেষ প্রতিবেদক-
মাগুরায় আজ মা সমাবেশ ও স্বাস্থ্য সেবা প্রদান অনুষ্ঠিত হয়েছে। মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার আয়োজনে সদর উপজেলার জাগলা সরকারী
প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মন্দ্রির প্রাঙ্গনে ৪০০ মা দের মাঝে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরার সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আফজাল হেসেন এর সভাপতিত্বে মা সমাবেশে উপস্থিত ছিলেন, ডাঃ আমিনুল ইসলাম, ডাঃ সৌরভ কুমার সাহা, ডাঃ শামলা তাসনিম শিমু, ডাঃ আম্বিয়া খাতুন ও স্থানীয় নেতৃবৃন্দ।
স্বাস্থ্যসেবার মধ্যে ১ দিন থেকে ২ বছর বয়সী শিশুদের স্বাস্থ্যসেবা, প্রসুতি মাদের চিকিৎসা, গর্ভবতি মাদের স্বাস্থ্যসেবা ও ৩০ থেকে ৬০ বছর বয়সী মাদের ভায়া চেষ্ট এর রেজিস্ট্রেশন অন্তরভুক্তকরন। মা সমাবেশে সকল মাদের ও শিশু বাচ্চাদের স্বাস্থ্যসেবা সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ন আলোচনা করা হয় এবং মাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার আহব্বান জানানো হয়। ফলে এলাকার মা ও শিশু বাচ্চারা বিনামূল্যে ঔষধ প্রদান ও চিকিৎসা সেবার মাধ্যমে উপকৃত হয়েছে।