বিশেষ প্রতিবেদক-
মাগুরায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরনের লক্ষ্যে
শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শুনানোর অনুষ্ঠান আজ বীর
মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের
চেতনা বাস্তবায়ন প্রকল্প জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে
বক্তৃতা করেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর যুগ্ম সচিব (জামুকা) এর পরিচালক মোঃ শাহ আলম সরদার। মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, (জামুকা) এর প্রকল্প পরিচালক ড. মোঃ নুরুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ জহুরই আলম ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তাগণ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের ঞ্জাতার্থে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও সার্বিক বিষয় তুলে ধরে বক্তৃতা করেন। আলোচনা সভার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।