শালিখায় ছেলের দেনার চাপে বাবার আত্মহত্যা

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

শালিখায় মোজাহার শিকদার নামে এক ব্যক্তি প্রথমে বিষপান ও পরে নিজ বাড়ির আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়। সোমবার দুপুর ১ টার দিকে শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের  বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। মোজাহার শিকদার শালিখা উপজেলার শালিখা ইউনিয়নের বয়রা গ্রামের ঈমান আলী শিকদারের ছেলে। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছে, মোজাহার শিকদারের একমাত্র ছেলে টুটুল শিকদার গরুর ব্যবসা করতে গিয়ে স্থানীয় বিভিন্ন লোকের নিকট ২০ লক্ষাধিক টাকা দেনা হয়ে গত দুই মাস আগে বিদেশ চলে যায়। পরে পাওনাদাররা টুটুলের দেনার জন্য তার বাবা মোজাহার শিকদারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করলে সোমবার দুপুরে প্রথমে বিষপান ও পরে নিজ বাড়ির আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মোজাহার। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্বাস উদ্দিন বলেন, হাসপাতালে আসার পূর্বেই মোজাহার শিকদার মারা গিয়েছিল। তবে বিষপানে না গলায় ফাঁসজনিত কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, এখনো পর্যন্ত অভিযোগ পাইনি পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

September ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
%d bloggers like this: