মাগুরায় দ্রুতগামী বাসের ধাক্কায় দুইজন নিহত

বিশেষ প্রতিবেদক-

ঢাকা খুলনা মহাসড়কের মাগুরা সদর হাসপাতালের সামনে দ্রুতগামী বাসের ধাক্কায় এক
সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও ভিক্ষুকসহ ২ জন নিহত হয়েছে। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুইটি এম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়।

আজ দুপুর অড়াইটার সময় ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, মাগুরা সদরের আটারোখাদা এলাকার বাসিন্দা মৃত মইনুদ্দিনের পুত্র আনোয়ার মল্লিক (৪৮) ও পথচারী ভিক্ষুক রোকেয়া (৭০)। সে শহরের ভায়না এলাকায় একটি ভাড়া বাসায় বাস করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানায়, আজ দুপুর আনুমানিক দুইটার দিকে মাগুরা সদর হাসপাতালে পশ্চিম গেট এলাকায় মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন সদর হাসপাতাল থেকে রোগী দেখে বের হয়ে ভায়না যাবার উদ্দেশ্যে ইউ টার্ন নেয়ার সময় পেছন থেকে আশা খুলনাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী ভিক্ষুক রোকেয়া বেগমকে চাপাদিয়ে পাশের এম্বুলেন্স ষ্টান্ডে দাঁড়িয়ে থাকা এম্বুলেন্সে আঘাত করে। এ সময় দাঁড়িয়ে থাকা দুইটি এম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহত
মোটরসাইকেল আরোহীর স্বজনরা জানান, দুই কন্যা সন্তানের জনক নিহত আনোয়ার হোসেন শহরের দৃষ্টি প্রিন্টারস এর মালিক। তিনি মোটরসাইকেলে অসুস্থ এক আত্বীয়কে দেখতে সদর হাসপাতালে এসেছিলেন। নিহত পথচারী বৃদ্ধার মেয়ে সালমা বেগম জানান, তার মা শারিরীক প্রতিবন্ধী, ভিক্ষাবৃত্তি করেই জীবন যাপন করেন। সকাল ১১ টার দিকে বাসা থেকে বের হয়েছেন তিনি। মাগুরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মামুন উর রশিদ জানান, দুপুর দুইটার কিছু সময় পর সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে বলে
ধারণা করছেন তিনি। থাকা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ফাঁড়ির এস আই মিজান জানান, হাসপাতাল গেটের সামনে মোটরসাইকেলটি ইউ টার্ন নেয়ার সময় পেছন থেকে বাস তাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পথচারীসহ এম্বুলেন্সে আঘাত হানে। এ সময় ঘটনার সাথে দুজনে মৃত্যু হয়েছে। বাসটি আটক করা হয়েছে।

September ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
%d bloggers like this: