বিশেষ প্রতিবেদক-
মাগুরায় অসহায় ৩০০ জন প্রশক্ষির্নাথীদরে মাঝে র্সাটফিকিটে ও সন্মানী বতিরন
করা হয়েছে। আজ বেলা ১১ টায় মাগুরা আতর আলী সড়কে বহুমুখী মানব কল্যান সংস্থার র্কাযালয়ে দুস্থ, বিধবা, স্বামী পরিত্যক্তা ও হতদরিদ্র জনগোষ্ঠীকে কর্মসংস্থানমূলক
কাজের প্রশিক্ষণের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন প্রকল্পের কম্পিউটার
অফিস অ্যাপ্লিকেশন ও ড্রাইভিং কাম অটো মেকানিকস কোর্স এর ৩০০ জন
প্রশিক্ষণার্থীদের মাঝে র্সাটিফিকেট বিতরণ করা হয়। বহুমুখী মানব কল্যান সংস্থার
নির্বাহী পরিচালক সনিয়ির সাংবাদকি বিপুল আশরাফ অনুষ্ঠানে সভাপতত্বি করনে।
সমাজসেবা অধিদপ্তর ও বহুমুখি মানব কল্যান সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সনদপত্র
বিতরনী অনুষ্ঠানে মাগুরা অফিসের প্রজেক্ট কো অরডিনেটর তাপস কুমাররে সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজসবো র্কাযালয়রে উপ-পরিচালক
আসাদুল হক। অতিথি হিসাবে বক্তব্য রাখনে সহকারী অধ্যাপক বহুলুল কবীর, সাংবাদিক
রুপক আইচ, সংস্থার ডেপুটি ম্যানজার আব্দুল আওয়াল সহ অনেকে। বক্তারা
বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসায় প্রধানমন্ত্রী জননত্রেী শেখ
হাসিনার অন্যতম লক্ষ্য। এই কারনে দরদ্রি, অসহায়, স্বামী পরত্যিক্তাদরে বাছাই করে কম্পউিটার ও ড্রাইভিংয়ের প্রশক্ষিণ দেয়া হচ্ছে যাতে তারা নিজেরা পায়ে দাড়াতে
পারে। কোন গোষ্ঠীকে পিছিয়ে রেখে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব নয়। বহুমুখী
মানব কল্যান সংস্থার মাগুরা ও শ্রীপুর অফিস থেকে ৩শ জন প্রশিক্ষণার্থীদের কম্পউিটার ও ড্রাইভিংয়ের র্কোস সম্পন্ন করেছে। প্রশিক্ষণার্থীদের সনদপত্র ও সম্মানী বিতরণ করা
হয়। ইতিমধ্যে মাগুরা জেলায় ১ হাজার ২৩০ জন নারী ও পুরুষ কম্পিউটার-ড্রাইভিংয়ের
র্কোস সম্পন্ন হয়েছে।