বিশেষ প্রতিবেদক-
আজ বিকাল ৪টায় সরকারি হোসেন সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাহিদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হামিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো. সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুণ্ডু, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।