মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে প্রতিবেশীর হামলায় আমিরুল ইসলাম (৪৫) নামে একজন মারাত্মক আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার বরিশাট গ্রামে এ ঘটনা ঘটে। আহত আমিরুল ইসলাম বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শনিবার রাতে শরিফুল ইসলাম ও তার ৩ ছেলে আমিরুলের উপর অতর্কিত হামলা করে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়৷ পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, এ ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে।