বিশেষ প্রতিবেদক-
মাগুরায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৪জন সংঘবদ্ধ চোর চক্রের সদস্য কে
গ্রেফতার এবং ১২টি চোরাই মোটর সাইকেল ও বাইসাইকেল উদ্ধার করেছে । গ্রেফতারকৃত মোটর সাইকেল চোররা হলো নাজমুল হাসান মুন্না, মাজেদ ,শওকত , জুয়েল রানা ,তুহিন, শাকিল , সাগর , নাজমুল । গ্রেফতারকৃত বাইসাইকেল চোররা হলো রবি , রেজাউল , শাহিদুল , এনামুল , সালাম , বাশার । এদের সকলের বাড়ি মাগুরার বিভিন্ন গ্রামে।গ্রেফতারকৃতরা সকলে সংঘবদ্ধ চোর চক্রের সদস্য।
আজবিকালে মাগুরা সদর থানা প্রাঙ্গনে এক সংবাদ সন্মেলনে এতথ্য
জানান, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও প্রশাসন ) কামরুল হাসান । তিনি
আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতে ৬টি
চোরাই মোটর সাইকেল সহ ৮জন ও ৬টি চোরাই বাইসাইকেল সহ ৬জন চোর
মোট ১৪জন চোরকে গ্রেপতার করেছে। গ্রেফতারকৃতরা আন্তজেলা সংঘবদ্ধ চোর
চক্রের সক্রিয় সদস্য। সম্প্রতি তারা এই মোটরসাইকেলগুলি চুরি করেছিল।
অনলাইনসহ বিভিন্নভাবে চোরাই মোটরসাইকেল বিক্রি করতো তারা । সংবাদ
সন্মেলনে পুলিশের কর্মকর্তারা ও বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত
ছিলেন।