মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের ২০২২ – ২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ওয়েভ ফাউন্ডেশনের সহায়তায় রোববার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বাজেট সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান।
উপজেলার ওয়েব ফাউন্ডেশন সমন্বয়কারী ওসমান গণির সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন পরিষদের সচিব আকিদুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকন, শ্রীকান্ত মন্ডল, নাজির হোসেন, সংরক্ষিত আসনের ইউপি সদস্য নাজমা খাতুন, ফিরােজা ইয়াসমিন প্রমুখ।