বিশেষ প্রতিবেদক-
আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা স্কাউট ভবন মিলনায়তনে প্রবীন শিক্ষাবিদ , প্রফুল্ল সিংহ আর্য়ুবের্দিক কলেজের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও ভাষা সৈনিক খান জিয়াউল হকের মৃত্যুতে স্মরনসভা অনুষ্ঠিত হয়। প্রফুল্ল সিংহ আর্য়ুবের্দিক মেডিকেল কলেজের আয়োজনে স্মরন সভায় বক্তব্য রাখেন ড. দিলিপ কুমার দাস চৌধুরী , প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তপন কুমার বসু , বর্তমান অধ্যক্ষ বাবুল হোসেন , ডা: কাজী তাসুকুজ্জামান , নির্বাহী সদস্য রানা আমীর ওসমান রানা, মোখলেছুর রহমান প্রমুখ। বক্তারা তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ভাষা সৈনিক খান জিয়াউল হক গত ১৪ জানুয়ারী ২০২২ ইন্তেকাল
করেন।