বিশেষ প্রতিবেদক-
মাগুরায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ পালিত
হয়েছে। দিনটি পালন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের মাগুরা জেলা শাখা শহরে এক বর্ণাঢ্য র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে এসে শেষ হয়।
এর পর আলোচনা সভা, দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহের সভপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় সংসদ সদস্য. এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর ভার্চুয়ালী সংযুক্ত হয়ে বক্তিতা করেন। আলোচনা সভায় বক্তিতা করেন, মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাছির বাবলু ও জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল। বক্তাগন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৪ বছর এর চিএ তুলে
ধরে বক্তৃতা করেন এবং বঙ্গবন্ধুর স্বপ বাস্তবায়ন ও শেখ হাসিনার সকল উন্নয়ন ও কর্মকান্ড সফলকরতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান।