বিশেষ প্রতিবেদক-
আজ সোমবার দুপুরে মাগুরা -মহম্মদপুর সড়কের মাগুরা সদর
উপজেলার বরুনাতৈল নামকস্থানে সড়ক দূর্ঘটনায় উজ্জøল রহমান (৩৬ ) নামে এক
কলেজ শিক্ষক নিহত হয়েছে। শিক্ষক উজ্জল রহমান মাগুরা সদর উপজেলার ব্যাঙ্গা
গ্রামের মন্টু মোল্লার পুত্র । মোটর সাইকেলে যাওয়ার সময় বীপরীতমুখি প্রাইভেট
কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলে নিহত হন। নিহত ইমন মাগুরা
সদর উপজেলা আলোকদিয়া আমরেশ বসু কলেজের রাস্ট্রবিঞ্জান বিভাগের প্রভাষক ।
মাগুরা হাইওয়ে পুলিশ সুত্রে জানাযায় , লাশ ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে।
থানায় মামলা দায়ের করার পক্রিয়া চলছে । চালকসহ প্রাইভেট কারটি পালিয়ে
গেছে।