নিউজ ডেস্ক-
জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২১ এর আজকের সেমিফাইনাল খেলায় মাগুরা ডিএফএ ২- ০ গোলে পঞ্চগড় ডিএফএ কে পরাজিত করে ফাইনালে উঠেছে, আগামী ৯ তারিখ বূহস্পতিবার বিকাল ৪ ঘঠিকায় রাজশাহী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মাগুরা ডিএফএ বনাম রাজশাহী ডিএফএর মধ্যেকার ফাইনাল খেলা।