বিশেষ প্রতিবেদক –
আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক ( জেলা জজ) প্রনয় কুমার দাস প্রদত্ত এক রায়ে স্ত্রী প্রার্থনা রানী বিশ্বসকে (২৮) পুড়িয়ে হত্যার
দায়ে স্বামী অসিত কুমার বিশ্বাসকে (৩৫) মৃত্যুদন্ডে দন্ডিত করেছেন। দন্ডিত স্বামী অসিতের পিতার নাম নিত্যগোপাল বিশ্বাস বাড়ি মাগুরার শ্রীপুরের খামারপাড়া গ্রামে। সে পলাতক রয়েছে। এই মামলায় আদালত অপর আসামী অসিতের মা নিভারানী বিশ্বাসকে খালাস দিযেছেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জানান, ০১/২/২০০৮ তারিখ রাত ৮টা থেকে ১০টার মধ্যে মাগুরার শ্রীপুরের হরিন্দি গ্রামের ভাড়া বাড়িতে যৌতুকের দাবীতে আসামী স্বামী অসিত কুমার বিশ্বাস তার মা পরিবারের অন্য সদস্যের সহায়তায় স্ত্রী প্রার্থনা রানীর গায়ে আগুন ধরিয়ে অগ্নিদগ্ধ করে নির্মমভাবে হত্যা করে বলে বাদী তার মামলায় অভিযোগ করেন। মৃত প্রার্থনা রানী বিশ্বাসের পিতার নাম
মৃত প্রফুল্ল কুমার বিশ্বাস , বাড়ী বরিশাল জেলার অগৈলঝরা উপজেলার বামানিম্বর আচ গ্রামে । সে একটি এনজিওতে চাকুরী করতেন । মৃতের মামা গৌতম কর বাদী হয়ে মাগুরার শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলশ তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করে। বিঞ্জ বিচারক সাক্ষ্য প্রমান গ্রহনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী অসিত কুমার বিশ্বাসকে (৩৫) মৃত্যুদন্ডে দন্ডিত করেছেন। এবং এই মামলায় আদালত অপর আসামী অসিতের মা নিভারানী বিশ্বাসকে খালাস দিযেছেন।