মাগুরানিউজ.কমঃ
অন্ধকার আকাশের ক্যানভাসে রঙ্গিন আলোর আতস বাজির রোশনাইয়ে মুখরিত মাগুরা আদর্শ ডিগ্রী কলেজ প্রাঙ্গণ। কলেজের ৩৫ বছর পূর্তির আয়োজনে সন্ধায় আতস বাজির রোশনাইয়ে মুগ্ধ মাগুরা শহর। আতস বাজির আলোয় সেলফি তুলে ফেইসবুকে ছবি দিতে উপস্থিত দর্শকদের চরম ব্যস্ততাও চোখে পরার মতো।