বিশেষ প্রতিবেদকঃ
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসব আজ। আজ রাতে শক্তিরূপিনী শ্যামা মায়ের পূজার্চনা করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। একই সঙ্গে আজ সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে উদ্যাপিত হবে দীপাবলি উৎসব। এ উৎসব অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় ঘোষণা করে।
আলোর উৎসব শুভ দীপাবলি ও শ্যামাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছে ঢাকায় বসবাসরত মাগুরা জেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের সম্মিলিত সংগঠন ‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা’।
আজ এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র বলেন, শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি উৎসবে মাগুরাসহ সকল সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে আমাদের উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা প্রসারিত করছি। আলোর দীপ্তিতে ধুয়ে মুছে যাক সব অন্ধকার। দীপ্তিময় হয়ে উঠুক সকলের জীবন। আলোর এই উৎসব সবার পরিবারে সুখ, শান্তি নিয়ে আসুক। আলোকিত হোক সবার জীবন। পৃথিবীর সব অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় হোক।সবাইকে শ্যামাপূজা ও আলোর উৎসব শুভ দীপাবলির শুভেচ্ছা।
শুভেচ্ছা বার্তায় সংগঠনের সহঃ সভাপতি উজ্জল কান্তি বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য ডাঃ বিনয় কুমার দাস, সনৎ কুমার সেন, পবিত্র কুমার ঘোষ, ডাঃ মৃন্ময় কুমার বিশ্বাস, যুগ্মঃ সাধারন সম্পাদক লিপন ঘোষ, কোষাধ্যক্ষ অসীম সাহা, সাংগঠনিক সম্পাদক অরুপ বৈদ্য, সহঃ সাংগঠনিক সম্পাদক হিমাদ্রী শেখর হালদার, দপ্তর সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনেষ অধিকারী, মহিলা বিষয়ক সম্পাদিক শ্রাবণী বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অভিজিৎ অধিকারী, সমাজ কল্যাণ সম্পাদক প্রনয় বিশ্বাস, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মিথুন অধিকারী ও শিক্ষা বিষয়ক সম্পাদক বিজন কুমার সাহা শ্যামাপূজা ও আলোর উৎসব শুভ দীপাবলির শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেছেন।