বিশেষ প্রতিবেদক-
রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম (এম পি)বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনারভিশন মিশন প্রকল্পে বাংলাদেশের প্রতিটি জেলায় রেলষ্টেশননির্মান করা হবে। জনস্বার্থে ও সড়ক যোগাযোগসহজতর করার লক্ষে সকল রেলষ্টেশন ও রেললাইন সংস্কার করা হবে।তিনি আজ দুপুরে মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরাপর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মান শীর্ষক প্রকল্পের সাইটঅফিসে উপস্থিত হয়ে প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালেএকথা বলেন। এরপর রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম (এমপি) মাগুরা মধুমতি নদীর উপর নির্মানাধীন রেলসেতু,ব্রডগেজ রেলপথ ও মাগুরা রামনগর ঠাকুরবাড়ী রেলষ্টেশন এলাকাপরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য. ড.বীরেন শিকদার, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুনকবীর, মাগুরা-১ আসনের এমপি সাকিব আল হাসানের পিতা মাশরুর রেজা , মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ,পুলিশ সুপার মশিউদৌল্লা রেজা, মাগুরা জেলা পরিষদেও চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডু। এরপর মন্ত্রী মাগুরা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহন করে রেলওয়ে প্রকল্পের কর্মকর্তাদের সাথে সার্কিট হাউজ মিলনায়তনে মতবিনিময় করেন।