ন্যাশনাল ডেস্কঃ জাতীয় সংসদে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল-২০১৪ পাস হয়েছে মঙ্গলবার জাতীয় সংসদে অসুস্থ, অসচ্ছল ও আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের নিয়মিতভাবে ভাতা বা অনুদান দেয়ার জন্য স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো
গঠনের প্রস্তাব সংবলিত বিলটি পাসের প্রস্তাব করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর একটি সংশোধনী গ্রহণ করা হয়। উল্লেখ্য, গত ২ এপ্রিল বিলটি সংসদে উত্থাপন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পরে এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলে বলা হয়েছে, তথ্যমন্ত্রীকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করে ১৩ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে।
বোর্ডে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মনোনীত ২ জন এবং সরকার মনোনীত ৩ জন সাংবাদিক প্রতিনিধি রাখা হয়েছে।
বিলে সাংবাদিকের সংজ্ঞায় বলা হয়েছে, সাংবাদিক অর্থ কোনো ব্যক্তি যিনি একজন সার্বক্ষণিক সাংবাদিক এবং যিনি প্রিন্ট অথবা ইলেকট্রনিক মিডিয়ায় কাজে নিয়োজিত আছেন এবং কোনো সম্পাদক, সম্পাদকীয় লেখক, সংবাদ সম্পাদক, উপ-সম্পাদক, ফিচার লেখক, রিপোর্টার, সংবাদদাতা, কপি টেস্টার, কার্টুনিস্ট, সংবাদ চিত্রগ্রাহক, ক্যালিগ্রাফিস্ট এবং প্রুফ রিডারও এর অন্তর্ভুক্ত হবে।
বিলে সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য এককালীন মঞ্জুরী, বৃত্তি দেয়ার বিধান রাখা হয়েছে।