শ্রীপুরে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক, পলাতক ১

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

মাগুরার শ্রীপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীপুর থানার অন্তর্ভুক্ত নাকোল ক্যাম্প পুলিশ। এ ঘটনার সাথে জড়িত অপর এক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে। বুধবার ভোর সকালে উপজেলার নাকোল বাজারস্থ চৌরঙ্গী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামের ফরিদ খন্দকারের ছেলে পলাশ খোন্দকার (২৩), মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে পাভেল রহমান (৩৩) এবং অপর মাদক ব্যবসায়ী একই গ্রামের ইবাদত মল্লিকের ছেলে মোশারফ হোসেন মল্লিক (৪৫) পলাতক রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাকোল পুলিশ ক্যাম্প ইনচার্জ দেবব্রত সরকার ও সঙ্গীয় ফোর্স নাকোল বাজার চৌরঙ্গী মোড় এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছে থাকা টলি ব্যাগের মধ্য থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের আটকের সংবাদ পেয়ে অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যাই। পলাতক আসামিকে আটকে জোর তৎপরতা চলছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, নাকোল পুলিশ ক্যাম্প ১০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা রুজু হয়েছে। পলাতক অপর আসামিকে ধরার জোর তৎপরতা চলছে।

April ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: