শ্রীপুরে আলোচিত জোড়া শিশু মারা গেছে

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে এক সপ্তাহ পর আলোচিত জোড়া শিশু মারা গেছে। বৃহস্পতিবার ঢাকা শ্যামলী শিশু হাসপাতালে নেওয়া হয়৷ শুক্রবার সকাল ৯ টার দিকে ১ টি এবং দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে আসার পর অপর জোড়া লাগানো অপর শিশু মারা যায়। শিশুটির ২ টি মাথা, ৪ টি হাত, ৩ টি পা, ১ টি পেট ও নাভী, ১ পায়ে ৮ টি আঙ্গুল ও পুরুষাঙ্গ ১ নিয়ে অস্বাভাবিক জোড়া লাগা শিশুর জন্ম গ্রহন করে। পরিবারের লোকজন নাম রাখেন হাসান এবং হুসাইন।

জানা যায়, গত গত ২৮ ডিসেম্বর শনিবার রাতে মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছী গ্রামের হানিফ ও মিতা দম্পতির ঘরে জোড়া শিশু জন্মগ্রহণ করে। শুক্রবার সকাল ৯ টার দিকে একটি শিশু ও দুপুরের দিকে অপর শিশু মারা যায়। এলাকায় তাদের মৃত্যুর খরব ছড়িয়ে পড়লে এলাকার লোকজন শেষ দেখা দেখতে ভীড় জমান।
শিশুর পিতা হানিফ শেখ জানান, জোড়া শিশু জন্মের প্রথমে দ্বারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তারপর জোড়া শিশুর মাগুরা শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল হাইকে দেখাই। তিনি ফরিদপুর শিশু হাসপাতালে পাঠান। সেখান থেকে আমাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবার ঢাকা শ্যামলী শিশু হাসপাতালে নেওয়ার পর ডাক্তার দেখাই। আজ সকালে একটি আর দুপুরে অপর শিশু মারা যায়। আমি ওদের আদর করে নাম রেখেছিলাম হাসান এবং হুসাইন। আল্লাহ আমাকে ৩ মেয়ের পর ছেলে সন্তান দিয়েছিলেন। তাও আমার রইলো না। আজ মাগরিব নামাজের পর ঘসিয়াল-চর চৌগাছী ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে ঘসিয়াল-চর চৌগাছী সম্মিলিত কবরস্থানে দাফন করা হয়।
March ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

March ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: