মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে আইএফআইসি ব্যাংক রাধানগর বাজার উপশাখার আয়োজনে আর্থিক সাক্ষরতা সেমিনার-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
আইএফআইসি ব্যাংকের মাগুরা শাখার ম্যানেজার মুন্সি মারুফ সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।
আইএফআইসি ব্যাংকের রাধানগর উপশাখার অফিসার ইনচার্জ শাহিনুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের মার্কেটিং সেলসম্যান জহিরুল ইসলাম, জিকে আইডিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানাজ ফেরদৌস হ্যাপী, ইমন বাবু, ইমদাদুল হক প্রমুখ।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা জানান, আইএফআইসি ব্যাংকটি বিশ্বস্ত ও সেবায় দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে। দীর্ঘ প্রতিক্ষার পর স্থানীয় জনসাধারণ ব্যাংক প্রতিষ্ঠা করায় কর্তৃপক্ষের স্বাগত জানাই।
বক্তারা আরো জানান, সারা বাংলাদেশে এই ব্যাংকের ১ হাজার ৪’শ টি শাখা উপশাখা রয়েছে। ব্যাংকের ৩৩% শেয়ার সরকারি। বাকি ৬৭% জনগণের।