মাগুরানিউজ.কম: মাগুরা জেলার শালিখা উপজেলা আড়পাড়া সদরে দুদিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা ২২ জুন থেকে শুরু হয়েছে।অাজ শেষ দিন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাডভোকেটবীরেন শিকদার আনুষ্ঠানিক ভাবে এই মেলার উদ্ভোধন করেন। শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা আজগর আলী, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরোজ আলী,কৃষক প্রতিনিধি ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। শালিখা উপজেলা পরিষদ, কৃষি সম্প্রসারণ বিভাগ, বন বিভাগ আয়োজিত এই মেলায় ২০ টি ষ্টল স্থাপন করা হয়েছে।
এসব ষ্টলে কৃষি উৎপাদন বৃদ্ধি বিষয়ে আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি, উন্নত জাতের বীজ ব্যাবহারের সুফল, ফসলে রাসায়নিক সার ,কীট নাশক ও যৈব সারের ব্যাবহার বিষয়ে কৃষকদের অবহিত ও ঞ্জানদান করা হচ্ছে। প্রধান অতিথির বক্তৃতায প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, আওয়ামীলীগ সরকার গঠন করলে দেশে উন্নয়ন ও শান্তি, নিরাপত্তা গতিশীল হয়। কৃষি ক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়ন সাধন হয়। দেশে কৃষি উৎপাদন ক্রমান্ময়ে বৃদ্দি পাওয়ায় দেশ আজ খাদ্যে স্বনির্ভর হতে চলেছে। দেশের উন্নয়নের স্বার্থে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য তিনি আহবান জানান।