বিশেষ প্রতিবেদক-
মাগুরা নবগঙ্গা নদীর উপর নির্মিত পুরাতন ব্রীজের পাশ দিয়ে সংযোগ সড়কে ধসের সৃষ্টি হয়েছে। এতে করে ব্রীজের উপর দিয়ে যান চলাচল ঝুঁকির মধ্যে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন গত কয়েক দিনের টানা বর্ণণের ফলে আজ শনিবার সকাল সাড়ে ৫ টার দিকে ধসে পড়ে।
দ্রুত সংস্কারের কাজ চলছে। স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম জানান, বৃষ্টির পানি দীর্ঘদিন ব্রীজের কোনা দিয়ে চুইয়ে চুইয়ে পড়ার ফলে মাটিতে ফাটলের সৃষ্টি হয়ে আজ সকালে
সেখানে ধস নেমেছে। এতে করে যান চলাচলসহ সাধারণ মানুষের চলাচলে বিঘœ
সৃষ্টি হয়েছে। দ্রুত সমাধান না করলে বড় ধরনের ক্ষতি হতে পারে।
মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, নবগঙ্গা নদীর
উপর দিয়ে একই জায়গায় দুটি ব্রীজ আছে। আজ সকাল সাড়ে ৫ টার দিকে
পুরাতন ব্রীজের সংযোগ সড়কের পাশে ভাঙ্গনের সৃষ্টি হলে ব্রীজ সংলগ্ন রেলিংসহ
রাস্তার কিছু অংশ ধসে নদীতে নেমে যায়। বিষয়টি জানার পর পরই আমরা সেখানে
মেরামতের কাজ শুরু করি। আপাতত বাঁশ দিয়ে বাধ সৃষ্টি করে সেখানে জিও ব্যাগ
ফেলে ভরাট করা হবে। যাতে করে নতুন করে ভাঙ্গনের সৃষ্টি না হয়। পরবর্তীতে
দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।