বিশেষ প্রতিবেদক-
মাগুরা সদর উপজেলার বেড় আকসি গ্রামের আবুল কালাম আজাদ ও
নার্গিস পারভীন নামে দম্পতি এক খামারীর খামারে কোরবানির উপযোগি
পদ্মরাজ নামে একটি বিশাল ষাড় লালন পালন করা হয়েছে। যার ওজন ৩৩ মন ৩০
কেজি । ষাড়টির উচ্চÍতা ৫ ফুট । ষাড়টি মালিক আবুল কালাম আজাদ
জানান, ষাড়টি কোরবানীর পশুর হাটে বিক্রি করা হবে অথবা বাড়ি থেকেও
বিক্রি করা হবে। হলেসটিয়ান ফ্রিজিয়ান জাতের ষাড়টি তিনি আড়াই
বছর ধরে নিরলস পরিশ্রম ও পরিচর্যার মাধ্যমে বড় করেছেন । কোরবানির
উপযোগি ষাড়টির নাম দিয়েছেন পদ্মরাজ । ওজন ৩৩ মন।৩০ কেজি ওজনের
ষাড়টি দেখতে প্রতিদিন তার বাড়িতে ষাড়টি দেখতে অনেকে ভীড় করছেন।
আবুল কালাম আজাদ সহ অন্যান্য সদস্যরা নিয়মিতভাবে এখানে শ্রম দেন।
খৈল, ভ‚ষি,সহ দেমীয় প্রাকৃতিক খাবার কায়িয়ে ষাড়টি বড় করেছেন। ১২ লক্ষ
টাকা হলে ষাড়টি বিক্রি করবেন বলে জানান , ষাড় মালিক জানান। তার বাড়ির
খামারে এই ষাড়টির জন্ম হয়েছে। তারপর নিরলস যত্ন করে ষাড়টি তিনি লালন
পালন করেছেন এবং বড় করেছেন । তাদের খামারে সাড়ে ৬ লক্ষ টাকা দারের আরো
একটি ষাড় বিক্রির অপেক্ষায় রয়েছে।