বিশেষ প্রতিবেদক-
মাগুরায় যথাযোগ্য মর্যাদায় আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিনটি পালন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন ও স্বাধীনতা দিবস উদযাপন কমিটি প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করে। নোমানী ময়দান শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, মুক্তিযোদ্ধাগণ, আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ। জাতীয় পতাকা উত্তোলন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের
বেগ। পরে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে পুলিশ, আনসার, ভিডিপি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও শরীর চর্চা
প্রদর্শনীতে অংশগ্রহন করে। মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজের উদ্বোধন করেন।