বিশেষ প্রতিবেদক-
মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহীদ ছাত্রদল নেতা রাব্বির বাড়ীতে ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে শহীদ পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। মাগুরা পৌর এলাকার বরুনাতৈল এলাকায় অবস্থিত শহীদ মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির বাড়িতে আসেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।
নেতৃবৃন্দ শহীদ রাব্বির পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং শোকাহত
পরিবারের সদস্যসের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য , মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট ২০২৪ সকালে
গুলিবিদ্ধ হয়ে মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক
মেহেদী হাসান রাব্বি (৩০) নিহত হন।