বিশেষ প্রতিবেদক-
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম বলেছেন , ইসলামী কল্যাণ রাস্ট্র প্রতিষ্টিত হলে সকল নাগরিক তার
অধিকার ফিরে পাবে। জামায়াত এই ধরনে একটি রাষ্ট্র ব্যবস্থা এই আমাদের এই দশে
গড়ে তুলতে চাই। আর যারা উকি ঝুুকি মারারর চেষ্টা করছে , আর উকি ঝকি
মেরে লাভ হবে না। আপনাদের হাতে যখন সব কিছু ছিল তখন পালিয়ে গেছেন ।
পালিয়ে গিয়ে আর এখন উকি ঝুঁকি মেরে লাভ হবে না। ঘোলা পানিতে মাছ
শিকারের চেষ্টা করছেন , কোন লাভ হবে না। বাংলাদেশের মানুষ কোন স্বৈরাচারী
পরাজিত শক্তি, ডামি ফ্যাসিবাদী শক্তিকে বাংলার মাটিতে দাড়াতে দেবে না।
আজ শুক্রবার সকালে আছাদুজ্জামান মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামী
আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর
সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান উপরোক্ত কথা বলেন।
জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য সাবেক ছাত্রনেতা
অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন,
যশোর- কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ও জেলা জামায়াতে ইসলামীর সাবেক
আমীর আব্দুল মতিন, কুষ্টিয়া জেলার সাবেক আমীর অধ্যক্ষ খোন্দকার মহসিন আলী,
নড়াইল জেলা আমীর এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, জেলা জামায়াতে
ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চ্#ু৩৯;র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন
নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ওবাইদুল্লাহ কায়সার, কর্মপরিষদ
সদস্য মাওলানা মারুফ কারখী, ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি আশিকুর
রহমান। সম্মেলনে জেলার ৬২৬ জন মহিলা-পুরুষ রুকন সদস্য অংশগ্রহন করেন।