মাগুরানিউজ.কমঃ
হাতি দিয়ে ভিক্ষাবৃত্তি চলছে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা শহরে। সোমবার সকালে শহরের দোকানে দোকানে হাতির মাধ্যমে চাঁদাবাজি করেন মাহুত (চালক) রকিবুল ইসলাম ও মাজেদ মিয়া।
মাহুত মাজেদ মিয়া জানানা, বরিশাল থেকে লায়ন সার্কাসের একটি দল প্রদর্শনী দেখাতে ফরিদপুরে এসেছিলেন কিন্তু অনুমতি না মেলায় শতাধিক সার্কাসকর্মী মানবেতর জীবন-যাপন করছিলেন। উপায়ন্তর না পেয়ে তাদের দু’টি হাতির একটি বোয়ালমারি উপজেলায় অন্যটি মধুমতি নদী সাতরে পার হয়ে মহম্মদপুর উপজেলার বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তিতে নেমেছেন। যা উপার্জন হচ্ছে তা দিয়েই সহকর্মীদের নিয়ে দিন যাপন করতে হচ্ছে।